Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২৪

মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব

সংক্ষিপ্ত আত্মজীবনী

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, বিএসপি, এসপিপি, এনডিসি, পিএসসি

আপন বিভাগ

 

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি’র ৩০তম সামরিক সচিব হিসেবে কর্তব্যরত। তিনি বর্তমান পদমর্যাদায় পদায়নের পূর্বে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA)’তে নির্বাহী চেয়ারম্যান পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।

 

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ২৫ ডিসেম্বর ১৯৮৭ সালে ১৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বেশ কয়েকটি সংগঠনে দায়িত্ব পালন করেছেন। তিনি অধিনায়ক পদমর্যাদায়, বাংলাদেশ সেনাবাহিনীর দু’টি পদাতিক ব্রিগেড এ ব্রিগেড কমান্ডার, দু’টি পদাতিক ব্যাটালিয়ন এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ইউনিটের অধিনায়ক হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন। এছাড়াও, তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ডেপুটি কমান্ডার এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্টাফ অফিসার পদমর্যাদায়, সেনা সদর দপ্তর এবং সশস্ত্র বাহিনী বিভাগে (AFD) এবং একটি পদাতিক ডিভিশন সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষক হিসেবে মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA) এ প্লাটুন কমান্ডার এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (SI&T) এ প্রশিক্ষক ক্লাস ‘বি’ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বমোট তিনবার দায়িত্ব পালন করেছেন, তন্মধ্যে মোজাম্বিক এবং কঙ্গো উল্লেখ্য।

 

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে পার্বত্য চট্টগ্রামে বিপদসংকুল পরিবেশে একটি অভিযানে নেতৃত্ব প্রদান এবং অনন্য আভিযানিক সাফল্যের স্বীকৃতস্বরুপ বাংলাদেশ সরকারের তৃতীয় সর্বোচ্চ বীরত্বপূর্ণ পদক ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হন। এছাড়াও, তিনি তাঁর অসাধারণ নেতৃত্ব এবং আভিযানিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘সেনা পারদর্শিতা পদক’ (SPP) অর্জন করেন।

 

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর (NDC) এর একজন গর্বিত গ্র্যাজুয়েট।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।